মানব দেহ সম্পর্কে ২৩টি তথ্য

মানব দেহ সব চেয়ে জটিল একটি শরীর বৃত্তীয় সংগঠন। মানুষ সৃষ্টির সেরা জীব। তবে চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীরের বিষয়ে অনেক তথ্য পেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো মানব দেহ অজানা রহস্য ঘেরা। আজ আমরা মানব দেহ সম্পর্কে ২৩টি তথ্য জানবো যা আগে হয়তো জানতাম না। Anatomy-human-body3 মানব দেহ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো।

১। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।

২। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।

৩। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।

৪। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।

৫। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।

৬। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।

৭। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।

৮। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।

৯। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না। ১০। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।

১১। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।

১২। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।

১৩। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।

১৪। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাতের নখ এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।

১৫। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।

১৬। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কি জানেন? এটা হচ্ছে জিহ্বা।

১৭। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।

১৮। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

১৯। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।

২০। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়। ২১। আমাদের দেহের সবচেয় বড় হার পাঁজর।

২২। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।

২৩। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।

BASIC KNOWLEDGE

কিছু মানসিক দক্ষতা বিষয়ক প্রশ্নোত্তর শিখে রাখুন । এইটা বিসিএস এর পরিক্ষাগুলোর একটি ।

ভাইভা পরীক্ষার জন্য ব্যাসিক

    1. আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয় ?

উত্তরঃ বোন ।

    1. একজন পুরুষকে খোঁচা দিয়ে একজন পুরুষ আরেকজন মহিলাকে বলল, ” তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা ।” মহিলার সাথে ঐ পুরুষের সম্পর্ক কি ?

উত্তরঃ স্ত্রী ।

    1. মনির হলো সুমন ও রিঙকির পিতা । সুমন মনিরের ছেলে কিন্তু রিঙকি মনিরের ছেলে নয় । রিঙকি ও মনিরের সম্পর্ক কি ?

উত্তরঃ মেয়ে ।

    1. আমার মা তোমার ভাইয়ের বোন । তোমার সাথে আমার সম্পর্ক কি ?

উত্তরঃ মামা

    1. রুনা আছিয়ার মেয়ে । রুনার দাদীর মেয়ের মেয়ের একজনই মামা আছে । আছিয়ার সাথে ঐ মামার সম্পর্ক কি ?

উত্তরঃ স্বামী ।

    1. মিলির সামনে রয়েছে চমৎকার একটি মেয়ের ছবি । মিলি বলছে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে । আর ছবির মেয়েটির মা আমার বাবার মেয়ে । ঐ ছবিটি কার ?

উত্তরঃ মিলির মেয়ের ।

    1. ক হলো খ এর বোন এবং গ হলো ঘ এর বোন । যদি ঙ , ঘ স্বামী হয় এবগ চ , খ এর স্বামী হয় তাহলে ঘ এর সাথে খ এর সম্পর্ক কি ?

উত্তরঃ কন্যা ।

    1. ধরা যাক রাস্তায় বেড়াতে গিয়ে একটি ছেলের সাথে দেখা হলো । তাকে জিজ্ঞেস করে জানা গেলো যে , সে বাবা মায়ের একমাত্র ছেলে । অন্যদিকে জানা গেলো তার বাবা মায়ের দুটি সন্তান । অপর সন্তানের সাথে ছেলেটির কি সম্পর্ক ?

উত্তরঃ ভাই বোন ।

    1. এক মহিলার নতুন বিয়ে হয়েছে । একজন লোক মহিলাকে দেখতে আসলো । উক্ত মহিলার সঙ্গে তার সম্পর্ক জানতে চাইলে মহিলাটি বলেন, ” শিশুটির মা আমার মায়ের একমাত্র মেয়ে ।” মহিলাটি শিশুটির কি হন ?

উত্তরঃ মা

    1. আপনি কার মার বাপের ছেলে ?

উত্তরঃ ভাগিনা ।

 

মহাকাশ পর্ব

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা শিগগিরই নতুন একটি ‘চমক’ হাজির করতে যাচ্ছেন। এমন আভাস দিয়ে বলা হচ্ছে, এ চমক হতে পারে আমাদের এই সৌরজগতে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর গতিবিধি আবিষ্কারের তথ্য।
বৃহস্পতির চাঁদ ইউরোপার ছবি বিশ্লেষণ করে নাসার গবেষকেরা আসছে সোমবার নাগাদ ওই উপগ্রহপৃষ্ঠের নিচে থাকা সমুদ্র সম্পর্কে তথ্য জানাতে পারেন। ১ হাজার ৯০০ মাইল প্রশস্ত এই উপগ্রহের বরফাছাওয়া খোলসের নিচে বিশাল সমুদ্র থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। এই সমুদ্র গবেষকেদের আরও বেশি আকৃষ্ট করছে ইউরোপার পাথুরে আবরণ। যার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মতো উপাদান থাকতে পারে।
হাবল টেলিস্কোপ ব্যবহার করে ইউরোপার নতুন এই ছবিগুলো তোলা হয়েছে। এর পাশাপাশি ইউরোপার রহস্য উদ্‌ঘাটনে সেখানে নভোযান পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন গবেষকেরা। ওই মিশনে নভোযান ১ হাজার ৭০০ মাইল থেকে শুরু করে ১৬ মাইল উচ্চতায় ৪৫ বার ইউরোপাকে চক্কর দেবে। ওই মিশনের ফলেই ইউরোপার বর্তমান অবস্থার কথা জানা যাবে।
গত মে মাসে নাসার প্লানেটারি ভূপ্রকৃতিবিদ স্টিভ ভ্যান্স বলেন, পৃথিবীর মতোই ইউরোপার সমুদ্রে অক্সিজেন ও হাইড্রোজেন চক্র সেখানকার সামুদ্রিক রসায়ন ও সেখানকার সম্ভাব্য জীবনের জন্য মূল চালিকা রূপ হতে পারে।

Spaceflight Episode

US space agency NASA scientists are going to present a new ‘surprise’ soon. It is said in such a way that it may be astonishing that in our solar system, the discovery of the movements of alien or vinagraha have been discovered.

By analyzing photos of Jupiter’s moon Europa, researchers from NASA can report information about the ocean beneath that satellite surface by Monday. Researchers believe that there may be a huge sea beneath the ice-shell shell of the 1 900-mile wide satellite. The Europa Rocky Coat is attracting these sea researchers more. Which may contain chemical reactions.

Using the Hubble Telescope, these new images have been taken. Besides, the researchers working on the plan to send the spacecraft to Europa mysteries. That mission will fly the country from 4500 miles to 1,600 miles to 16 miles. As a result of that mission, the current situation of the Europa will be known.

In May, NASA’s planetary physicist Steve Vance said, like the Earth, the oxygen and hydrogen cycle in the Europar Sea could be the main driving force for marine chemistry and potential life there.

কয়েকজন আবিস্কারক ও তাদের আবিস্কার

  • বায়ূ শূন্য টিউব বা ভ্যাকুয়াম টিউব আবিস্কার করেন

==> জন ফ্লেমিং ও লি দ্য ফরেস্ট ।

  • কম্পিউটারের ক্ষেত্রে Debug ( ডিবাগ) শব্দটির সূএপাত করেন

==> গ্রেস মারে হপার ।

  • ব্লগিং এর জনক

==> ইভান উইলিয়ামস ।

  • Yahoo -এর প্রতিষ্ঠাতা

==> ডেভিড ফিলো এ জেরি ইয়াং ।

  • HTMl- আবিস্কার করেন

==> টিম বার্নাস লি ।

  • ১৯৬৫ সালে ৭ বিঠ এর অ্যাসকি (ASCII) কোড উদ্ভাবন করেন

==> রবার্ট বিমার।

  • Lira নামক ছোট গল্পটির লেখক

==> অ্যাইজ্যাক আশিমো।

  • প্রখ্যাত গবেষক “ফ্রেন্ড কোহেন ” এর নাম জারিত

==> কম্পিউটার ভাইরাসের নামকরনের সাথে।

  • Dr.Solomon’s Toolkit হল

==> একটি এন্টিভাইরাস প্রোগ্রাম।

  • বায়ূ শূন্য টিউব বা ভ্যাকুয়াম টিউব আবিস্কার করেন

==> জন ফ্লেমিং ও লি দ্য ফরেস্ট ।

  • কম্পিউটারের ক্ষেত্রে Debug ( ডিবাগ) শব্দটির সূএপাত করেন

==> গ্রেস মারে হপার ।

  • ব্লগিং এর জনক

==> ইভান উইলিয়ামস ।

  • Yahoo -এর প্রতিষ্ঠাতা

==> ডেভিড ফিলো এ জেরি ইয়াং ।

  • HTMl- আবিস্কার করেন

==> টিম বার্নাস লি ।

  • ১৯৬৫ সালে ৭ বিঠ এর অ্যাসকি (ASCII) কোড উদ্ভাবন করেন

==> রবার্ট বিমার।

  • Lira নামক ছোট গল্পটির লেখক

==> অ্যাইজ্যাক আশিমো।

  • প্রখ্যাত গবেষক “ফ্রেন্ড কোহেন ” এর নাম জারিত

==> কম্পিউটার ভাইরাসের নামকরনের সাথে।

  • Dr.Solomon’s Toolkit হল

==> একটি এন্টিভাইরাস প্রোগ্রাম।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত তথ্য

  • DPI

==> Dots Per Inch

  • DB

==> Database

  • PAN

==> Personal Area Network

  • LTP

==> Line Print Terminal

  • বারকোডকে বলা হয়

==> ইউনিভার্সাল প্রোডাক্ট কোড

  • বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ এর নাম

==> দোয়েল

  • ভাইরাস নামকরন করেন

==> গবেষক ফ্রেন্ডরিক কোহেন

  • সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম

==> ইউনিক্স

  • আটটি বিট নিয়ে গঠিত

==> একটি বাইট

  • ব্লুটুথ হল

==> Communication Protocol.

  • স্যামুয়েল স্বচ্ছ টাচ স্ক্রীন উদ্ভাবন করেন

==> ১৯৭৪ সালে

  • সিম্বিয়ান অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহার করা হয় যে স্মার্টফোনে

==>এরিকসন আর ৩৮০

  • আরপানেট বন্ধ হয়ে যায়

==> ১৯৯০ সালে

  • ডেটাবেজ ব্যবহারকারীদের বলা হয়

==> ক্লায়েন্ট/ টার্মিনাল

update for follow this site.

বিজ্ঞান পর্ব

  • প্রতি ঘন্টায় বিশ্বজগৎ চারদিকে শতকোটি মাইল বিস্তৃত হচ্ছে ।
  • যদি আলোর গতিতেও যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ এন্ড্রোমিডাতে যেতে বিশ লক্ষ বছর লাগবে ।
  • মিশরের আসওয়ান সবচেয়ে শুস্ক এলাকা এবং সেখানে বছরে মাত্র .০২ ইঞ্চি বৃষ্টি হয় ।
  • পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারার মরুভুমি। এটির আয়তন প্রায় ৩,৫০০,০০০ বর্গ মাইল ।
  • একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী ।
  • মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল গতিতে চলতে হয় ।
  • বাঁশের এমন কিছু প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে।
  • পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।
  • আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ‌ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী ওজন বইতে পারে ।
  • ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে।
  • লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে ।
  • মানব হৃৎপিন্ড দিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
  • মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
  • প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
  • অধিকাংশ ক্ষেত্রেই দিন অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী ।
  • স্থলচরদের মধ্যে মানুষ ছাড়া আর যে প্রানীটি কাঁদতে পারে সেটি হল হাতি ।
  • Science Episod

    The universe is spreading hundreds of miles every hour. Even if the journey is started at the speed of light, it will take two million years to go to the nearest galactic and endometrial. The Aswan is the most dry area in the country and there is only .08 inches rainfall annually. The largest desert in the world is Sahara Desert. Its area is approximately 3,500,000 square miles. A dog’s smell is more than 1000 times more than human. The rocket is to run at 7 miles per second to get out of the gravity strength. There are some species of bones that increase up to about 3 feet per day. The center temperature is 5500 degrees Celsius. According to the law, beetle (beetle) is the world’s most powerful insect. A Rhinosaurus cowboy can weigh more than 850 times more than its own weight. In 1979, Japan’s Sony First Wakman released on the market. Traffic Signal Light of Lava and Green Gas first started in London in 1868. But sadly they exploded and a policeman was killed, the first successful signaled lamp was established in Cleveland, Ohio in 1914. Human heart beat about 100,000 times a day. Cockroach may survive 9 days in spite of this. The first bicycle was built in 1817. In most cases, the baby is more likely to die than the night before night

বিজ্ঞান পর্ব

  • পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, যা প্রায় ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে।
  • পৃথিবীতে বছরে প্রায় ১০০০০০০ এরও বেশী ভুমিকম্প হয়ে থাকে। কিন্তু এগুলো খুব ক্ষণস্থায়ী এবং কম কম্পন সম্পন্ন তায় আমরা টের পাই না। তবে রিক্টার স্কেলে কিন্তু এই কম্পন ঠিকই ধরা পরে।
  • প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় ১০০ বার বজ্রপাত হয়ে থাকে। এবং গড়ে বজ্রপাতে প্রতি বছর প্রায় ১০০০ লোক মারা যায় ।
  • ডিএনএ প্রথম আবিস্কৃত হয় ১৮৬৯ সালে। এটি আবিষ্কার করেন সুইস ফ্রেডরিক মিস্কলার।
  • আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি সেটি ১৬০৭ সালে প্রথম আবিষ্কার হয়। এটি আবিষ্কার করেন বিশিষ্ট বিজ্ঞানী গ্যালিলিও।
  • ১২৫০ সালে রজার বেকন আতশী কাচ আবিস্কার করেন ।
  • ১৮৬৬ সালে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিস্কার করেন ।
  • প্রথম নোবেল পুরস্কার উইলহেম রনজেন ১৮৯৫ এ এক্সরে আবিস্কার করে (পদার্থবিদ্যা) পান ।
  • এযাবৎকালের সবচেয়ে উচুতম গাছটি হল একটি অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছ, যার উচ্চতা ৪৩৫ ফুটের মতো ।
  • ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে ।
  • ১৯৬২ সালে প্রথম টেলিফোন এবং টিভি সিগন্যাল আদান প্রদানে সক্ষম যোগাযোগ উপগ্রহ টেলস্টার উৎক্ষেপন করা হয় ।
  • জিরাফ অধিকাংশ সময় ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায় । যদিও কখনও কখনও ২ ঘন্টাও ঘুমায় তবে তা খুবই ব্যতিক্রম ।
  • সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের মাত্র ৬০ সেকেন্ডের মতো সময় লাগে।
  • একটা রাবার অনুতে ৬৫,০০০ পরমানু থাকে।
  • একজন পুরুষ দেহে এক সেকেন্ডে প্রায় ১০০০ কোষ শুক্র তৈরী হয়, প্রায় ৮৬০০০০০০ এক দিনে ।
  • নিত্য নতুন আপডেট পেতে আমাদের সংঙে থাকুন।

  • Science episode

  • Although the Earth rotates 1000 miles per hour in its axis, but moves forward at an incredible speed, which is approximately 67000 miles per hour. There are more than 10000 earthquakes in the year every year. But these are very momentary and we do not notice the low vibration. But on the Richter scale, this vibration is correct. After every second, there are about 100 lightning thunderstorms in Earth. And on average, about 1000 people die every year in lightning. DNA was first discovered in 1869. It was discovered by the Swiss Friedrich Miskler. The thermometer that we used to measure fever was first discovered in 1607. It was discovered by prominent scientist Galileo. Roger Bacon discovered the Atishi glass in 1250. Alfred Nobel discovered the dynamite in 186. The first Nobel Prize was discovered by Wilhelm Ronjen in 1895 (Physics). The most erectest plant in the present time is an Australian eucalyptus tree, The altitude is 435 feet. Electric eel can shock around 650 volts. In 1962 Although it sometimes sleeps for two hours, it is very rare. It takes only 60 seconds for a blood cell to rotate the body. In a rubber, there are 65,000 atoms. In one male, about 1000 cells of Venus are produced in one second, around 86000000 .
  • for new update to follow this site.

Hi friends

I wish you all the cooperation. This is the first post on my site. I would like to go ahead with my site in the request of all of you.

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started