বিজ্ঞান পর্ব

  • প্রতি ঘন্টায় বিশ্বজগৎ চারদিকে শতকোটি মাইল বিস্তৃত হচ্ছে ।
  • যদি আলোর গতিতেও যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ এন্ড্রোমিডাতে যেতে বিশ লক্ষ বছর লাগবে ।
  • মিশরের আসওয়ান সবচেয়ে শুস্ক এলাকা এবং সেখানে বছরে মাত্র .০২ ইঞ্চি বৃষ্টি হয় ।
  • পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারার মরুভুমি। এটির আয়তন প্রায় ৩,৫০০,০০০ বর্গ মাইল ।
  • একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী ।
  • মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল গতিতে চলতে হয় ।
  • বাঁশের এমন কিছু প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে।
  • পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।
  • আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ‌ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী ওজন বইতে পারে ।
  • ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে।
  • লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে ।
  • মানব হৃৎপিন্ড দিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
  • মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
  • প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
  • অধিকাংশ ক্ষেত্রেই দিন অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী ।
  • স্থলচরদের মধ্যে মানুষ ছাড়া আর যে প্রানীটি কাঁদতে পারে সেটি হল হাতি ।
  • Science Episod

    The universe is spreading hundreds of miles every hour. Even if the journey is started at the speed of light, it will take two million years to go to the nearest galactic and endometrial. The Aswan is the most dry area in the country and there is only .08 inches rainfall annually. The largest desert in the world is Sahara Desert. Its area is approximately 3,500,000 square miles. A dog’s smell is more than 1000 times more than human. The rocket is to run at 7 miles per second to get out of the gravity strength. There are some species of bones that increase up to about 3 feet per day. The center temperature is 5500 degrees Celsius. According to the law, beetle (beetle) is the world’s most powerful insect. A Rhinosaurus cowboy can weigh more than 850 times more than its own weight. In 1979, Japan’s Sony First Wakman released on the market. Traffic Signal Light of Lava and Green Gas first started in London in 1868. But sadly they exploded and a policeman was killed, the first successful signaled lamp was established in Cleveland, Ohio in 1914. Human heart beat about 100,000 times a day. Cockroach may survive 9 days in spite of this. The first bicycle was built in 1817. In most cases, the baby is more likely to die than the night before night

Leave a comment

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started